সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকালের দিকে শহরের হোটেল বাজার জামে মসজিদের রাস্তায় রনি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার শামসুল আলম খানের ছেলে।


বিজ্ঞাপন


thumbnail_1000118144

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে হোটেল বাজার জামে মসজিদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সরফরাজ খান ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মেহেরপুর শহরের রনি রেস্তোরাঁ এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর