দিনাজপুর কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কয়েদী সামছুল হক মন্ডল (৪৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৬ জুলাই) সকালে দিনাজপুর জেনারেল হাসপাতালে সামছুল হক মন্ডল মারা যান।
বিজ্ঞাপন
দিনাজপুর জেল সুপার মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সমাছুল হক মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় বন্দর পাড়ার মুজা মন্ডলের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারাগারের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
জেল সুপার মো. মতিয়ার রহমান বলেন, কয়েদি সামসুল হক মন্ডল আজ বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি

