রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে সামরিক পোশাকসহ আটক ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১০:০৫ এএম

শেয়ার করুন:

টেকনাফে সামরিক পোশাকসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ থেকে সামরিক পোশাকসহ ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ। আটক দুইজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা টেকনাফের হোয়াইক্যং বাজার এ যৌথ অপারেশন চালানো হয়।


বিজ্ঞাপন


অভিযানে সামরিক পোশাকের ছয়টি শার্ট, ২০টি প্যান্ট, একটি ব্যাটারি, দুটি সোলার প্যানেল ও দুইশ কেজি চাল ও একশ কেজি ডাল জব্দ করা হয়। আটক দুজন উখিয়ার ক্যাম্প ৮ এর মো. আলীর ছেলে ইমন (২৫) ও ক্যাম্প ১৭ এর আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।

সেনাবাহিনী জানান, টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে ডাকাত নবী হোসেনের সামরিক আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে। তারা অস্ত্র হাতে মিয়ানমার থেকে মাদকদ্রব্য নাফ নদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাফ নদীতে মাছ ধরা জেলেদের নিকট থেকে চাঁদা আদায় করে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা অপহৃতদের নবী হোসেন তার আস্তানায় বন্দি রেখে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে থাকে।

ডাকাত নবী হোসেনের সদস্যরা টেকনাফের হোয়াইক্যং বাজারে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ডাকাত নবী হোসেনের দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে সামরিক পোশাকসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।

জব্দকৃত সামরিক পোশাক ও অন্যান্য জিনিসপত্র টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে নবী হোসেনের নিজস্ব আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে সেনাবাহিনী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর