রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

বরগুনায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত হোসেন (৮৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামের জয়নাল হাওলাদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌয়াতলা ইউনিয়নেরই বাসিন্দা হৃদয় মৃধা পাশের গ্রামে জানাজা নামাজে অংশ নিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়নাল হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ পথচারী মো. বেলায়েত হোসেনকে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

গাইবান্ধায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেলায়েত হোসেন দক্ষিণ ভাইজোড়া গ্রামের মৃত ওছমান প্যাদার ছেলে।


বিজ্ঞাপন


বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর