রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, বাবা-ছেলে গ্রেফতার
নাবিলা কানিজ নাবা

গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের পাঁচ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক সাদেক আলী ও ছেলে রামিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী নাসিম প্রবাসে থাকায় তার দুই শিশুকে (মেয়ে) নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে সাদেক আলীর বাড়িতে বসবাস করতেন খাদিজা বেগম। নাবিলা কানিজ নাবা ছিল ওই দম্পতির প্রথম সন্তান। 

সোমবার বিকেলে বাড়ির পেছন থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা খাদিজা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক সাদেক আলী ও তার ছেলে রামিনকে গ্রেফতার করে।

এর আগে ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বেড়িয়েছিল নাবা। তারপর থেকেই তার আর খোঁজ মেলেনি। এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। ঘটনার পাঁচ দিন পর তার বস্তাবন্দী হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শিশু নাবিলা হত্যায় জড়িত সন্দেহে বাড়ির মালিক ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর