শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মার এক ইলিশ ৮ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

পদ্মার এক ইলিশ ৮ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা প্রায় দেড় কেজি ওজনের একটি ইলিশ আট হাজার টাকায় বিক্রি হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে মাছটি কিনে অন্যত্র বিক্রি করেছেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ।


বিজ্ঞাপন


স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে জেলেদের জালে প্রায়ই বড় আকারের রুই, কাতলা, পাঙাশ ও ইলিশ ধরা পড়ছে। আজ ভোরে রাজবাড়ীর সীমান্তবর্তী চর করনেশনা এলাকার পদ্মা নদীর মোহনায় জেলেরা জাল ফেলে বড় আকারের একটি ইলিশ পান। 

এছাড়া তাদের জালে আরেকটি পাঙাশ মাছ উঠে আসে। তারা মাছগুলো বিক্রির জন্য গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে আসেন। এ সময় আনুখার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ ইলিশ মাছটি কেনে।

শাহজাহান শেখ বলেন, ইলিশের ওজন প্রায় এক কেজি ৮০০ গ্রাম। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে তার ভাই নুরুল ইসলাম শেখ চার হাজার ৫০০ টাকা কেজি দরে মোট আট হাজার ১০০ টাকায় মাছটি কেনেন।

শাহজাহান শেখ বলেন, মাছ ফেরিঘাটে তার আড়তে আনার পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পাবনার রূপপুর এলাকার এক ইতালি প্রবাসীর কাছে ইলিশটি চার হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট আট হাজার ৩৭০ টাকায় বিক্রি করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর