পঞ্চগড়ের তিন পাশজুড়ে বিস্তৃত ভারতীয় সীমান্ত। এই দীর্ঘ ২৮২ কিলোমিটার সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেছিল নিরাপত্তা শঙ্কা, বিশেষ করে বড়বাড়ি সীমান্তে। এবার সেই শঙ্কা কাটাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (তারিখ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায় নবনির্মিত একটি সীমান্ত চৌকি (বিওপি) উদ্বোধন করেন বিজিবির উত্তরপশ্চিম রিজিয়নের রংপুর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।
বিজ্ঞাপন
উদ্বোধনী আয়োজনে গার্ড অব অনার গ্রহণ এবং জাতীয় পতাকা উত্তোলনের পর নামফলক উন্মোচন করা হয়। বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই উদ্বোধনী পর্ব।
বড়বাড়ি সীমান্ত এতদিন বিজিবির নজরদারির বাইরে ছিল। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এই এলাকায় ঘাগড়া সীমান্তে বিওপি থাকলেও গুরুত্বপূর্ণ বড়বাড়ি অংশটি ছিল কার্যত অরক্ষিত। ফলে বারবার ঘটেছে সীমান্তে পুশইন, চোরাচালান ও মাদক পাচারের মতো ঘটনা।
তবে এবার নতুন বিওপি স্থাপনের মাধ্যমে এই সীমান্তের দুর্বলতা কাটবে বলেই মনে করছেন স্থানীয়রা।
![]()
বিজ্ঞাপন
সীমান্ত এলাকার বাসিন্দা জরিনা বেগম বলেন, এই বিজিবি ক্যাম্পটা হওয়ায় আমরা অনেকটাই নিরাপদ মনে করছি। আগের মতো অবৈধ পারাপার, মাদক চোরাচালান বা পুশইনের ভয় আর তেমন থাকবে না।
এই অঞ্চলে বর্তমানে বিজিবির তিনটি ব্যাটালিয়ন কাজ করছে। নীলফামারী ৫৬, ঠাকুরগাঁও ৫০ ও পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন। এরমধ্যে বড়বাড়ি সীমান্তের দায়িত্বে রয়েছে ৫৬ ব্যাটালিয়ন।
বিওপির উদ্বোধনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এবং বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এই বিওপি মাদক, অবৈধ অস্ত্র পাচার ও সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
প্রতিনিধি/এসএস

