গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২২০ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।
বিজ্ঞাপন
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজ্জাকের বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির এক হাজার ২০০ টাকা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বলেন, জব্দ করা ইয়াবার একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং বাকিগুলো যথাযথভাবে সিলগালা করে জব্দ তালিকা তৈরি করা হয়।
প্রতিনিধি/ এমইউ

