রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম

শেয়ার করুন:

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।


বিজ্ঞাপন


খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৮টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তিনি হতাহতের কোনো তথ্য জানেন না বলে জানান। গেটম্যান ওহেদুল বর্তমানে পলাতক রয়েছেন।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়কের রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায়, ফলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা অনেক যাত্রী আহত হন। গুরুতর আহত একজন বয়স্ক ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রাত ১০টার দিকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আশরাফ হোসেন জানান, এখন পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আনুমানিক ৬০-৬৫ বছর বয়সী একজন ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। তার কাছে থাকা মোবাইলে কল এলে স্বজনদের হাসপাতালে আসার কথা জানানো হয়েছে।

খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনায় আসার পথে আফিল গেট রেল ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর