নারায়ণগঞ্জে বিয়ের রাতে নববধূ নিখোঁজ হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন স্বামী।
শনিবার (১৮ জুন) বন্দরের একরামপুর এলাকায় নিখোঁজের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজ নববধূর নাম জুলেখা বেগম। তিনি একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে। তার স্বামী ইব্রাহিম মিয়া মঙ্গলবার বন্দর থানায় নিখোঁজের অভিযোগ করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ জুন শনিবার ভোরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসর ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন ওই নববধূ। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে কোনো হদিস না পেয়ে জুলেখার স্বামী ইব্রাহিম মিয়া মঙ্গলবার বিকেলে বন্দর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীপক চন্দ্র সাহা জানান, নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। উভয়ের পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বিয়েপূর্ব প্রেমের টানে পালিয়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
টিবি

