রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেরোবিতে ছয় মাসেও ঘোষণা হয়নি ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ

এম কে পুলক আহমেদ, বেরোবি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

বেরোবিতে ছয় মাসেও ঘোষণা হয়নি ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের বহু প্রতীক্ষিত ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে দীর্ঘদিন ধরে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় মাস আগে নির্বাচন তিন মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা করার কথা বললেও এখন পর্যন্ত কোনো রোডম্যাপ বা তারিখ ঘোষণা করা হয়নি। এছাড়াও করা হয়নি কোনো ছাত্রসংসদ নির্বাচন বাস্তবায়ন কমিটি। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

গত জানুয়ারি মাসে এক কাউন্সিলের বৈঠকে ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং সেই সময় ছাত্র সংসদের গঠনতন্ত্র তৈরি করা হলেও সেটা সেই পর্যন্ত রয়ে গেছে। তবে তখন আশা জাগানো হয়েছিল যে, শিগগিরই একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।


বিজ্ঞাপন


1721183359.13097

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের একটি অন্যতম দাবি ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু বিপ্লবের ১ বছর হতে চলল এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ফতলঃ পুরোনো ধারায় পুনরায় ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ছড়িয়ে পড়ছে। নানান দলের কমিটি গঠন হচ্ছে। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন পুনরায় ক্যাম্পাসগুলোতে আধিপত্য, সিট বাণিজ্য ইত্যাদি ছড়িয়ে পড়বে। তাই অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন কার্যকর করে জুলাইয়ের প্রেরণাকে প্রতিষ্ঠা করা হোক। প্রশাসনের কোনো দায় বদ্ধতা আছে কি না এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অবশ্যই প্রশাসনিক দায়বদ্ধতা রয়েছে। কারণ লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কমিটি দেওয়ায় প্রশাসনিক কোনো ব্যবস্থা নিতে দেখনি।

একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা মো আহমাদুল হক আলবীর বলেন, ক্যাম্পাসগুলোকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল ছাত্রলীগ। শিক্ষার্থীদের কথা বলার অধিকার, দাবি আদায়ের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আর এটা সম্ভব হয়েছিল ছাত্র সংসদ বন্ধের মাধ্যমে। ২৪-এর স্বাধীনতা পরবর্তী শিক্ষার্থীরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা তাদের অধিকার আদায়ে দৃঢ় অবস্থানে আছে। ক্যাম্পাসের সবার অধিকার নিশ্চিত এবং গণতন্ত্র চর্চার উপায় হতে পারে ছাত্র সংসদ। আমাদের ভার্সিটি প্রশাসন আমাদের এই ব্যাপারে আশ্বাস দিলেও তাদের আন্তরিকতার অভাবে আমরা আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নিয়ে আলোর মুখ দেখছি না। বিষয়টি হতাশাজনক। প্রশাসন যদি আমাদের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে অতিসত্বর এই ব্যাপারে পদক্ষেপ নেবে।

আরও পড়ুন

নিরাপদ ক্যাম্পাসের দাবি, মিটফোর্ড শিক্ষার্থীদের কর্মসূচি শিথিল

এ বিষয়ে বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, আমরা খুব হতাশ, যেখানে আবু সাইদের ক্যাম্পাস, রক্তে রাজপথ রঞ্জিত করা ক্যাম্পাস, ছাত্ররাজনীতি করার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। কয়েকদিন আগে একটা দল কমিটি দিয়েছে আর একটি দল কমিটি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আবারও লেজুড়বৃত্তিক রাজনীতি ফেরার আশঙ্কা দেখা দিচ্ছে। এই লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের একমাত্র উপায় হলো ছাত্রসংসদ নির্বাচন। কিন্তু প্রশাসন কোনো এক অদৃশ্য কারণে ছাত্রসংসদ নির্বাচন দিচ্ছে না আমরা সেটা বুঝতে পারছি না। সেখান প্রথম শহীদের ক্যাম্পাস হওয়ায় সবার আগে নির্বাচন হওয়া দরকার ছিল। এখানে সরকারের সর্বোচ্চ মহলের কেনো জানি গড়িমসি দেখা। এক্ষেত্রে আমি আহ্বান জানাবো দ্রুত সময়ে রোডম্যাপ ঘোষণা করে একটি ছাত্রবান্ধব রাজনীতি হওয়ার কথা সেটি যেন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ‘আমরা চাই একটি নির্বাচিত প্রতিনিধিত্ব, যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর থাকবে। প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব কোনো উদ্যোগ দেখাচ্ছে না’।

rangpur-university-673b6b3cd5e85

এদিকে শিক্ষার্থীদের একাংশ দাবি তুলেছে যে, প্রশাসনের গড়িমসি এবং স্বচ্ছতা না থাকায় নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, প্রশাসনের পক্ষ থেকে হয়ত ইচ্ছাকৃতভাবেই নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, যাতে ছাত্রদের শক্তিশালী সংগঠন গড়ে উঠতে না পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, আমাদের এখানে আগে কোনো আইন ছিল না। আমরা একটা গঠনতন্ত্র সাজিয়েছি। এবং সেটা উপদেষ্টা বরাবর পাঠিয়েছে। খুব শিগগিরই আমরা ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা করব।

বিশ্ববিদ্যালয়ের ১৫ বছরের ইতিহাসে এখনও কোনোবারই ছাত্রসংসদ নির্বাচন হয়নি। এ বাস্তবতায় শিক্ষার্থীদের দাবি, আর কোনো বিলম্ব নয়—অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করে ছাত্রসংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর