সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াত শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

জামায়াত শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারি

গুপ্ত রাজনীতি চলবে না, জামায়াত শিবিরকে রাজাকার আখ্যাদিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারি করে বিক্ষোভ মিছিল করেছেন মানিকগঞ্জের জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে শহরের ‘ল’ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের রফিক চত্বরে সমাবেশ করেন ছাত্র দলের নেতা-কর্মীরা।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা বলেন, ছাত্রসমাজকে লক্ষ্য করে ষড়যন্ত্র করা হচ্ছে। তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের দিয়ে দেশজুড়ে মব গঠন করে শিক্ষাঙ্গনকে অস্থির করে তোলা হচ্ছে যা সুস্পষ্টভাবে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টিকারী গোপনচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর