রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মেয়ে নিহত, বাবা আহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মেয়ে নিহত, বাবা আহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ছারা খাতুন (৮) নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা রফিকুল ইসলাম।

রোববার (১৩ জুলাই) বিকেল ৩টার সময় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ছারা খাতুন উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (নুপুর) আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত ছারা খাতুন নিজ বাড়ির টিনের বেড়ার খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাবা বুঝতে পেরে মেয়েকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মেয়ের মৃত্যু হয়। বাবা চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাব্বিকুল ইসলাম জানান, পরিবারের লোকজন রোগীকে বিকেল ৫টায় নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই মারা যায়। তবে বাচ্চার বাবা ভর্তি আছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন সুস্থ আছেন।


বিজ্ঞাপন


এদিকে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর