সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজিবির অভিযানে ৯ গরুসহ সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

বিজিবির অভিযানে ৯ গরুসহ সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

শেরপুরের নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের উদ্দেশে ভারত থেকে আনা ৯ গরুসহ ১৩ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) দিবাগত গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড় ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

৯টি গরু ছাড়াও জব্দ করা পণ্যের মধ্যে ২৫০টি মোবাইল ডিসপ্লে ও একটি ইজিবাইক রয়েছে।

আরও পড়ুন

যশোরে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীন নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন চায়না মোড় শালবাগান নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু আটক করে তা জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য ও গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করে। তবে এই অভিযানের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ছুটোছুটি করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানায়।


বিজ্ঞাপন


অপরদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা গোবরাকুড়া এলাকা থেকে ২৫০টি ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং তা বহনকারী একটি ইজিবাইক আটক করেছে।

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর