নাটোরের সিংড়ায় যমজ দুই ভাই নাঈমুর রহমান রিয়াদ ও নাফিজুর রহমান রিশাদ এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
এসএসসি পরীক্ষায় রিয়াদ ১২৫৯ নম্বর পেয়ে উপজেলার ১ম স্থান ও নাটোর জেলায় ২য় স্থান অর্জন করেছে। অপর ভাই রিশাদ ১২৩৫ নম্বর পেয়ে উপজেলার ৪র্থ স্থান অর্জন করেছে।
বিজ্ঞাপন
তারা উপজেলার বিলদহর বাজারের রেখা ফার্মেসির স্বত্বাধিকারী রাজু আহমেদ ও গৃহিণী নাজনীন আক্তারের ছেলে। সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রিশাদ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস ও ১৮ জন জিপিএ-৫ অর্জন করে।
![]()
জমজ দুই ভাই রিয়াদ ও রিশাদ জানায়, তাদের এই কৃতিত্ব বাবা-মা ও শিক্ষকদের অবদানের ফসল। তারা কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করে দেশ ও মানুষের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করেন।
বিজ্ঞাপন
জমজ দুই সন্তানের বাবা রাজু আহমেদ বলেন, তাদের ফলাফলে পরিবার ও এলাকাবাসী খুবই আনন্দিত। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন বলেন, জমজ দুই ভাই খুবই মেধাবী, ক্লাস পরীক্ষায় বরাবরই ভালো করতো। তাদের নেতৃত্বে সম্প্রতি জাতীয় বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় দেশের নবম স্থানে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম বলেন, জমজ ভাই রিয়াদ ও রিশাদের কৃতিত্বে আমরা গর্বিত। কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করে তারা যেন দেশ ও মানবতার কাজ করে সে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/এসএস

