ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী ফলাফলের বিভ্রাটে পড়েছে চরম দুশ্চিন্তায়। এসএসসি পরীক্ষায় শুধু গণিত বিষয়ে অংশ নিয়ে ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল দেখানো হয়েছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে অংশ নেওয়া নাজমুল ইসলাম জানান, তিনি ২০২৪ সালে গণিত বিষয়ে ফেল করেছিলেন। পরের বছর শুধু ওই বিষয়ের জন্য ফরম পূরণ করে আবার পরীক্ষা দেন। কিন্তু ফলাফলে দেখা যায়, গণিত ছাড়াও কৃষি ও ট্রেড-২ বিষয়েও তাকে ফেল দেখানো হয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানের প্রধানকে জানালেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ তার।
বিজ্ঞাপন
শুধু নাজমুলই নয়, তার মতো একই সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের আরও অন্তত ২০-২৫ জন শিক্ষার্থী। টুটুল, নাহিদুল ইসলাম নয়ন ও লিমন নামের শিক্ষার্থীরাও অভিযোগ করেছেন, এক বিষয়ে পরীক্ষা দিয়ে একাধিক বিষয়ে ফেল আসায় তারা চরম মানসিক চাপে রয়েছেন।

টুটুল বলেন, শুধু গণিত পরীক্ষায় অংশ নিয়েছি, কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে কৃষিতেও ফেল। এটা কীভাবে সম্ভব?
বিজ্ঞাপন
অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। রহিদুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, সমস্যা নিয়ে অফিসে গিয়েছিলাম, কিন্তু পরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে কয়েকজন শিক্ষক জানান, তারা সমস্যাটি বোর্ড কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আমি কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার অনুরোধ করছি।
প্রতিনিধি/এসএস

