সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার 

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ডোবরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


রোববার (১৩ জুলাই) র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় - গত ২ জুন ভুক্তভোগীর স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই ব্যক্তি তার ছেলে বউকে জোরপূর্বক ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ভয়-ভীতি দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। 

র‌্যাব আরও জানায়, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ওই ভুক্তভোগী আপস না করে গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি শ্বশুর পলাতক ছিলেন। 
গ্রেপ্তারের পর ওই আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর