নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসন এবং খাল ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।
রোববার (১৩ জুলাই) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বিজ্ঞাপন
এ সময় জামায়াতের শহর আমীর মাওলানা ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার। মানববন্ধনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে নোয়াখালী জেলায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা আসে এবং কৃষিখাতের ব্যাপক ক্ষতি হয়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল ভরাট হয়ে যাওয়া এবং অপরিকল্পিত নগরায়ণই এই জলাবদ্ধতার মূল কারণ বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অবিলম্বে জেলার সকল খাল ও ড্রেন সংস্কার ও আধুনিকায়ন, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং একটি সমন্বিত মহাপরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

