রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পায়ুপথে ইয়াবা পাচারকালে বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৭:২৪ এএম

শেয়ার করুন:

পায়ুপথে ইয়াবা পাচারকালে বিএনপি নেতা আটক

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারকালে নুর আহমদ নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নুর আহমদ নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে খবর পেয়ে টহল জোরদার করা হয়। পরে কক্সবাজারগামী এক প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে ইয়াবা রয়েছে।

তিনি আরও বলেন, পরে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।


বিজ্ঞাপন


মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, পায়ুপথে ইয়াবাসহ আটকের পর সমালোচনার মুখে নুর আহমদকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর