রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে র‍্যাব

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে র‍্যাব

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় নোয়াখালীর বিভিন্ন উপজেলার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েও অনেকে সরকারিভাবে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন। পানিবন্দী অবস্থায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব-১১ সিপিসি-৩।

শনিবার (১২ জুলাই) সকাল থেকে নোয়াখালী জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা পৌঁছে দিতে দেখা যায় র‍্যাব সদস্যদের।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মানবিক দায়িত্ববোধ থেকে তারা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে স্যালাইন, ওষুধ, মুড়ি, চিনি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। এ সময় র‍্যাব সদস্যরা পানিবন্দী মানুষের খোঁজ-খবর নেন এবং বন্যা-পরবর্তী সময়ে যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন। এদিকে র‍্যাবের এ ধরনের মানবিক উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, বিপদে মানুষের পাশে থাকাই র‍্যাবের নৈতিক দায়িত্ব। নোয়াখালীতে গত কয়েক দিনের ভারী বর্ষণে যে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে মানবিক সংকট তৈরি হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সরকারের অন্যান্য দপ্তরের পাশাপাশি র‍্যাব সদস্যরাও কাজ করে যাচ্ছেন।

আমরা চেষ্টা করছি - যত দ্রুত সম্ভব দুর্গত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে। সেজন্য আশ্রয়কেন্দ্র সমূহে আমরা যাচ্ছি আর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর