রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

মামাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
কলেজ শিক্ষার্থী শিমুল

মাদারীপুরে মামাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ জুলাই ) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত শিমুল (২১) বরিশালের মো. এনামুল হোসেনের ছেলে ও সে রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরে মামা মামুন বেপারীর বাড়িতে বেড়াতে আসে শিমুল। শনিবার দুপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সে। পরে পানিতে তলিয়ে যায় শিমুল। এরপর আর উঠে না এলে খবর দেওয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তল্লাশি চালিয়ে উদ্ধার করে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মো. আহাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় শিমুলকে উদ্ধার করে। স্বজনরা জীবিত আছে মনে করে হাসপাতালে নিয়ে আসে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিহাব চৌধুরী জানান, নিহত শিমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ পাঠানো হয় হাসপাতালের মর্গে।


বিজ্ঞাপন


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর