রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ 

মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও জাতীয় যুব শক্তিসহ বেশ কয়েকটি সংগঠন।

শনিবার (১২ জুলাই) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতা-কর্মীরা। 


বিজ্ঞাপন


এতে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি হোসেন মার্কেট এলাকা প্রদক্ষিণ করে ফের সফিউদ্দিন কলেজের সামনে গিয়ে শেষ হয়। 

এ সময় প্রায় ত্রিশ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতারা বলেন, জুলাইয়ের শক্তি এখনও ঘরে ফিরে যায়নি। যদি প্রয়োজন হয় জুলাইয়ের শক্তি আবারও মাঠে নামবে এবং চাঁদাবাজদের সমূলে উৎপাটন করবে।

এদিকে একই দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর