সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উখিয়ায় ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় ইউপি সদস্য হত্যার ঘটনায় মামলা 
কামাল হোসেন

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউপি সদস্য কামাল হোসেন হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা হয়েছে। 

শনিবার (১২ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।


বিজ্ঞাপন


নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ছয়জনকে। নাম উল্লেখ থাকা সবাই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যার শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

মামলায় অভিযুক্তরা হলেন - আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সকলেই মনখালী এলাকার বাসিন্দা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর