হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া এলাকায় ডাম্প ট্রাকের বালুর নিচ থেকে এক হাজার ৮৮০ বোতল বিদেশি মদসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন - নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মো. জীবন মিয়া (২৭) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুফিরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ভূঁইয়া (৩০)।
শুক্রবার (১১ জুলাই) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানি সিলেট ও সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে।
প্রথমে সিলেটের শালুটিকর ব্রিজের পাশে চেকপোস্ট চলাকালে একটি ডাম্প ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে, তা না থামিয়ে দ্রুত চলে যেতে থাকে। তাৎক্ষণিক হায়েস গাড়ি নিয়ে র্যাব সদস্যরা ওই ট্রাকটির পিছু নেয়। অপরদিকে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরাও অভিযানে অংশ নেয়।
বিজ্ঞাপন
ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে চলতে থাকে। একপর্যায়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং বন্ধ দেখে ট্রাকটি সরু সড়ক দিয়ে দক্ষিণ চরহামুয়া এলাকায় গিয়ে কাত হয়ে পড়ে যায়। এ সময় ওই দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে ট্রাকের বালুর নিচে মাদক রয়েছে। তাৎক্ষণিক বালুর নিচ থেকে ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।
প্রতিনিধি/ এমইউ

