রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নওগাঁয় অটো চার্জারের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় অটো চার্জারের ধাক্কায় নিহত ১

নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটো চার্জারের ধাক্কায় রমেন পাহান ওরফে কোকা (৬২) নামে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রমেন পাহান ওরফে কোকা ঘাটকৈর গ্রামের মৃত কালিপদ পাহানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমেন পাহান ঘাটকৈর বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটো চার্জারের ধাক্কায় তিনি পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটো চার্জারটি আটক করে। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর