রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অহংকারের কিছু নেই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী: স্বরাষ্ট্র সচিব

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

অহংকারের কিছু নেই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী: স্বরাষ্ট্র সচিব
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি যশোরের বিভিন্ন দফতরের প্রধান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলেছেন, জুলাইউত্তর বাংলাদেশে সকলের সহযোগিতা ছাড়া প্রকৃতপক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের প্রত্যেকের তার নিজস্ব জায়গা থেকে বিবেককে কাজে লাগাতে হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের অহংকার করার কিছু নেই। আমাদের অহংকার করার কিছু নেই। আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা নিশ্চত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করা। দিন শেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষের সেবক, আমরা সকলেই বাংলাদেশি। আমাদের কাজ হচ্ছে জনগণকে সেবা প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার রাতে যশোর কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলার সকল সরকারি দফতরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মাহাবুবুর রহামান মিলন, সেনাবাহিনীর যশোরের কোম্পানি কামান্ডার, ৪৯ বিজিবির কোম্পানী কামান্ডার, র‌্যাব-৬ এর যশোর সিপি-৩ এর কামান্ডার, যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট কমলেশ মজুমদার, সিভিল সার্জন মাসুদ হাসান প্রমুখ। 

স্বরাষ্ট্র সচিব আরও বলেন, বিগত ১৭ বছরে এই দেশটাকে নরকে পরিণত করা হয়েছিলো। জুলাই বিপ্লবের মাধ্যমে হাজার হাজার নিরন্ত্র ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। বিগত ফ্যাসিষ্ট সরকার যে পর্যায়ে দেশকে রেখে পালিয়ে গিয়েছিল সেই পর্যায়ে দেশের একটা ভায়াবহ পরিণতি ঘটতে পারতো। কিন্তু না আমাদের দেশপ্রেমিক ছাত্র-জনতা আমাদেরকে দেশ গড়ার দায়িত্ব দিয়ে তারা নিশ্চিন্তে ঘরে ফিরে গেছে। কারণ তারা এই দেশটাকে ভালোবাসে। আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশকে নতুন করে গড়ে তোলা। 

সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি সহ উপস্থিত সকলে ১৯৭১ সাল, ১৯৯০ সাল এবং ২০২৪ সালসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদের রুহের মাগফেরাত কমনা এবং জুলাই বিপ্লবের আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। 


বিজ্ঞাপন


s-f
চৌগাছায় মানবিক সহায়তা ও মসজিদের  ভিত্তি স্থাপন

এদিকে আমাদের চৌগাছা প্রতিনিধি জানান,  আজ শুক্রবার  স্বরাষ্ট্র সচিব চৌগাছা উপজেলায় ২০০ জন শারীরিকভাবে অক্ষম ও দরিদ্র প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। একই অনুষ্ঠানে তিনি একটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, আর সঞ্চালনা করেন উপসচিব মাহবুবুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মিজানুর রহমান, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, জেলা পুলিশ সুপার রওনক জাহান, ও সিভিল সার্জন মাসুদ রানা। প্রতিনিধিত্ব করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও।

নার্সিং কলেজ উদ্বোধন
পরবর্তীতে গনি চৌগাছায় নবনির্মিত খয়রুননেছা নার্সিং কলেজ উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে নবীনবরণ ও অভিভাবক সমাবেশেও অংশ নেন তিনি। সভাপতিত্ব করেন ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রায়হান। উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের অতিরিক্ত, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর