রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আল মাহমুদের জন্মদিনে কবরে ফাতিহা পাঠ ও জিয়ারত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

আল মাহমুদের জন্মদিনে কবরে ফাতিহা পাঠ ও জিয়ারত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফাতিহা পাঠ ও জিয়ারতের আয়োজন করেছে কবি আল মাহমুদ স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল পারিবারিক কবরস্থানে কবির কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


কবর জিয়ারত পরিচালনা করেন স্মৃতি সংসদের সভাপতি কাজী সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কবির ভাতিজা ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সভাপতি গোলাম হাক্কানী খন্দকার ও মাস্টার গিয়াস উদ্দিন মৃধা, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ, সাংবাদিক হারুনুর রশিদ, সমাজসেবক মোহাম্মদ ওসমান গনি, আনোয়ার হোসেন আনার, গোলাম সাদেক ভুঁইয়া, মো. পাবেল প্রমুখ।

উল্লেখ্য, কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা কবিতায় নিজস্ব ভাষাশৈলী, ঐতিহ্য ও বাস্তবতার অনন্য সংমিশ্রণে তিনি হয়ে ওঠেন একজন শক্তিমান কবি।

তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরের দিন ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল পারিবারিক কবরস্থানে কবির লাশ দাফন করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর