বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনের পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক দিলীপ কুমার মিস্ত্রি ও সদস্য সচিব সিদ্ধার্থ সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
নতুন ঘোষিত ওই কমিটিতে অনুপ কুমার সিকদারকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অসিত হালদার ও শংকর তরুয়াকে সদস্য সচিব করা হয়েছে এবং মৃনাল কান্তি সিকদার, প্রান্ত বিশ্বাস(কালা), পরিমল বিশ্বাস, অপুর্ব মজুমদার, রিপন মন্ডল, গৌতম হালদার, বিশ্বজিৎ মৃধা, বিবেকানন্দ মালাকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক অনুপ কুমার সিকদার বলেন, আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে এই কামনা করি। পূজা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ।
এই পবিত্র সময়ের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ মনকে শান্ত করি এবং সমাজে ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিই। নাজিরপুর উপজেলায় অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।
প্রতিনিধি/ এমইউ

