রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেওয়ার সময় শেখ তরিকুল ইসলাম (২৭) নামে এক চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত ইজিবাইক চালক শেখ তরিকুল ইসলাম (২৭) ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেখ তরিকুল ইসলাম তার ইজিবাইক চার্জে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় কক্সবাজারে ছাত্রের আত্মহত্যা

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইজিবাইক চালক তরিকুল ইসলামকে নিয়ে আসেন তার পরিবার। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।


বিজ্ঞাপন


ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের খবর এখনও পর্যন্ত থানায় কেউ অবহিত করেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর