রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে দুই বিদ্যালয়ে শতভাগ ফেল, তদন্তে শিক্ষা বিভাগ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে দুই বিদ্যালয়ে শতভাগ ফেল, তদন্তে শিক্ষা বিভাগ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার দু’টি বিদ্যালয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। সদর উপজেলার সেনুয়া উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, যা জেলাজুড়ে চরম হতাশা ও আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।


বিজ্ঞাপন


thumbnail_1752170088087

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার এই দু’টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

গণিতের ধাক্কায় ফলাফলে সর্বনাশ!

তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়, যেখানে ৯ জন শিক্ষক কর্মরত থাকলেও পরীক্ষার্থী ছিল মাত্র ৪ জন। অন্যদিকে সেনুয়া উচ্চ বিদ্যালয়ে ৮ জন শিক্ষক নিয়োজিত থেকেও পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র ২ জন শিক্ষার্থী। তবে কেউই পাস করতে না পারায় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


ফেসবুকের একটি পোস্টে মো. মাহাবুব কমেন্ট করেছেন, ‘এই স্কুল দুইটা রাখার প্রয়োজন আছে বলে মনে হয় না। যেখানে শিক্ষার্থী নাই কি দরকার এই স্কুলের ব্যয় বহন করার’।

thumbnail_1752170088057

হয়াত বাবু নামে একজন কমেন্ট করেছেন, ‘সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা উচিত। কি একটা অবস্থা কেউ পাশ করল না’।

এছাড়া অনেকে কমেন্ট বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

thumbnail_1752170088073

এ বিষয়ে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান ও সেনুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

অবহেলা ছিল কিনা এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, এমন ফলাফল অত্যন্ত দুঃখজনক। প্রতিষ্ঠান দু’টির প্রধান শিক্ষকদের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। কোনো অবহেলা পাওয়া গেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

thumbnail_1752170088100

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় মোট ৩৭৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ১২ হাজার ৫০২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ, যা দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলার মধ্যে ঠাকুরগাঁও সর্বোচ্চ ও প্রথম স্থানে রয়েছে।

এ ঘটনায় শিক্ষা সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর