রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নদীর ভাসমান কচুরিপানায় মিলল মানব কঙ্কাল

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

নদীর ভাসমান কচুরিপানায় মিলল মানব কঙ্কাল

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান কচুরিপানার ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কঙ্কালটি একজন পুরুষের বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠ সংলগ্ন নদীপাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড় সদৃশ কিছু দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে। পরে টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন

গাজীপুর পৃথক স্থানে শ্রমিক ও গৃহবধূকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, উদ্ধার করা কঙ্কালের ওপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে। নদী থেকে উদ্ধার হওয়ায় বিষয়টি নৌপুলিশ তদন্ত করবে। এজন্য তাদের কাছে কঙ্কালটি হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট ও মামলার বিষয়টি তারা দেখবে।

তিনি  বলেন, ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫-২০ দিন আগের। দূর কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর