শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যার কারণে দেশে খাদ্য ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

বন্যার কারণে দেশে খাদ্য ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী
ছবি : ঢাকা মেইল

বন্যা পরিস্থিতে দেশে খাদ্য ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

মঙ্গলবার (২১ জুন) নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, দেশে এখনও ১৬ লাখ মেট্রিকটন ধানচাল মজুদ আছে। তারপরও আমাদের সংগ্ৰহ চলছে। তাছাড়াও সে রকম কোনো অবস্থা দেখলে আমরা চাল আমদানি করবো। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জিরো ট্যাক্সে ও বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ১০০ বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত হয় নাই। এই কারণে সুনামগঞ্জ ও সিলেটে অতিরিক্ত বন্যা হয়েছে। দীর্ঘদিন পর এবার বন্যা হয়েছে। দেশে আরও বন্যা হতে পারে। এই জন্য আমরা প্রস্তুত রয়েছি।

মন্ত্রী আরও বলেন, ধান কাটার আগেও কিছুটা বন্যা হয়েছিল, তা আমরা কাটিয়ে উঠেছি। সে সময় অল্পসংখ্যক ক্ষতি হয়েছিল ধানের। তবে মাঠে এখন তেমন ফসল নেই। কিছু হয়তো আউশ ধান ছিল। সরকারি খাদ্য গুদামে যে মজুদ রয়েছে দেশে খাদ্যের কোনো ঘাটতি হবে না।

এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর