রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরে কামড়ানোর ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নড়াইলের সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়। আহতরা হলেন - ওই গ্রামের ইমরান (৪০), মফিজ ফকিরের ছেলে তানভির রহমান (৮), শিমুলের ছেলে সামিউল (৮)।

এছাড়া নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার রাসেল মিয়ার ছেলে আবু রায়হান (৫), রাসেল মিয়ার স্ত্রী লাইজু বেগম (২২), একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম (৫০), জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা (১৬), আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা (৩২), মনিরুল ইসলামের মেয়ে রাবেয়া (৫), পৌরসভার ভওয়াখালী এলাকার কবির হোসেনের স্ত্রী রেশমা বেগম (৪০) কুকুরে কামড়ে আহত হয়েছেন। আহতরা সবাই নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, পাগলা কুকুরের কামড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু রোগী চিকিৎসা নিয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর