রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি,  চাঁদপুর
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলেন—জুট মিলস্ এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) এবং শফিকুল ইসলাম (২২)।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, ‘স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলস্ এলাকায় যৌথ অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃতদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর