রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহঅবস্থান থাকবে: নাহিদ ইসলাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহঅবস্থান থাকবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়গুলোতে দাঁড়ি-টুপি পড়া থাকলে বা মুসলমানের চিহ্ন থাকলে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো। হিজাব নেকাপ পড়া থাকলে তাদেরকে ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো। এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই। কোনো ধরনের ট্যাগিং যাতে না চলে, রাজনৈতিক ট্যাগ দিয়ে যাতে কাউকে হেনস্থা করা না হয়, এরকম একটা বিশ্ববিদ্যালয় চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহঅবস্থান থাকবে। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, সামাজিক এবং সাংস্কৃতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক পদ যাত্রা ও পথ সভায় তিনি এসব কথা বলেছেন।


বিজ্ঞাপন


নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা বিভিন্ন সময়ে বলে আসছি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। আমরা আজকে এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মত প্রকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং অধিকারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন। আপনাদের দাবির সঙ্গে আমরা আছি।

নাহিদ ইসলাম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্রোহের কথা লেখা থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাসে। চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক বৈষম্য করা হতো। এই বিশ্ববিদ্যালয়ের কথা শুনলে তাদেরকে রাজনৈতিক ট্যাগ দিয়ে চাকরি থেকে বাতিল করা হতো। আগামীর বাংলাদেশে এরকম কোনো বৈষম্য দেখতে চাই না।


বিজ্ঞাপন


এসময় আরো উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এছাড়াও ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ, গোলাম রব্বানী, সাজ্জাতুল্লাহ শেখ, সায়েম আহমেদ, পারভেজ হাসান চয়ন, আব্দুল্লাহ আল নোমানসহ প্রমুখ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর