রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টেকনাফে বসতঘরে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

শেয়ার করুন:

টেকনাফে বসতঘরে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক 

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৯ জুলাই) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৮ জুলাই) মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে আটক রুজিনা আক্তার (৩৯) একই এলাকার সোনা মিয়ার স্ত্রী।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে সাগরপথে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় জনৈক ব্যক্তির বাড়িতে মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করে। 


বিজ্ঞাপন


এ নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বিজিবির একটি দল জনৈক সোনা মিয়ার সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেলে। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা সোনা মিয়া কৌশলে গহীন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে সোনা মিয়ার বসতঘরটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৮১ হাজার ১৩৩টি ইয়াবা এবং মাদক বিক্রির নগদ এক লাখ এক হাজার ৯৭০ টাকা। এ সময় সোনার মিয়ার স্ত্রীকে আটক করা হয়েছে। 

আটক নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর