রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

শেয়ার করুন:

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। 


বিজ্ঞাপন


সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন - বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। 

এ সময় জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাইদুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন পুনরায় নির্বাচিত হন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর