মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চোখের সামনেই ভেসে গেল আলীর বসতভিটা

নুর উল্লাহ কায়সার, ফেনী
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

চোখের সামনেই ভেসে গেল আলীর বসতভিটা

বিকেল থেকেই ঘরের পাশের বন্যা রক্ষা বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল মুহুরি নদীর পানি। এলাকার সবাই মিলে নদীরক্ষা বাঁধের ওপর বিভিন্ন ধরনের বস্তা দিয়ে পানি বন্ধ করার চেষ্টা করছিলাম। পুরো বিকেল ভাঙন রোধের যুদ্ধের পর সন্ধ্যায় হঠাৎ দেখি আমার ঘরের পাশেই বেড়িবাঁধ ভেঙে হু হু করে গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। অবস্থা বেগতিক দেখে মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের পাশের একটি বাড়িতে রেখে আসি। সন্ধ্যার দিকে বাঁধভাঙা পানির তীব্র চাপে ঘরের একটি অংশ ভেঙে তলিয়ে যায়। একে একে ঘরের দেয়াল, পিলারসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র চোখের সামনে ভেসে যেতে দেখলাম। স্বপ্নের ঘর পানির তোড়ে ভেসে যেতে থাকলেও দেখে কান্নাকাটি করা ছাড়া কিছুই করার ছিল না আমার।

thumbnail_20250709_150041


বিজ্ঞাপন


বুধবার (৯ জুলাই) বিকেলে এসব কথা বলছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর পূর্বপাড়া গ্রামের খন্দকার বাড়ির আলী আশরাফ। মুহুরি নদীর পানির চাপে তার নব নির্মিত আধাপাকা ঘরটি বিলীন হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর যাবতীয় উত্তর শ্রীপুরের পূর্বপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ এ বাঁধ সংস্কার করার জন্য প্রশাসনকে বলা হচ্ছিল। প্রশাসনের লোকজন পরিদর্শন করে বারবার আশ্বাস দিয়েও কোনো কাজ করেনি। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে আমাদের এই এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে।

thumbnail_20250709_150508

জানা যায়, ফেনীর ফুলগাজী ও পরশুরামে কহুয়া, মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুই উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থান ভেঙে যায়। এত করে হু হু করে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে। প্রশাসনের হিসেব মতে, এখন পর্যন্ত ৩০টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাতের মধ্যে আরও নতুন নতুন স্থান ভেঙে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন৷ সেখানে প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে।


বিজ্ঞাপন


thumbnail_20250709_151105

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত, শুকনো খাবার বিতরণসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ

এর আগে বিগত বছরের আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে ২৯ জনের প্রাণহানিসহ হাজার হাজার কোটি টাকার ব্যাপক হয় ক্ষতি হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার ফুলগাজী পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলা হলেও এখন পর্যন্ত তার বাস্তবতা দৃশ্যমান হয়নি।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর