বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামের এক যুবকের মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একইসাথে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৯ জুন) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুণ পাল এই আদেশ দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন (৪২) লামা আজিজ নগর পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২২ বছর আগে কদর বানুর সঙ্গে ইসলামী শরিয়া মতে বিয়ে হয় কামাল হোসেনের। দুই ছেলে-মেয়ে নিয়ে ছিল তাদের সংসার। এরই মধ্যে কামাল হোসেন অপর একটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করতে চাইলে তাতে বাধা দেন কদর বানু। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী কদর বানু ও ছেলেকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে - ভুক্তভোগী নারী বাবার বাড়ি এসে নিজে বাদী হয়ে এই বিষয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
বিজ্ঞাপন
মামলা হতে মুক্তি পেতে ভবিষ্যতে ভালো ব্যবহারের প্রতিশ্রুতি দিয়ে তাকে পুনরায় শ্বশুরবাড়ি নিয়ে যান কামাল। শ্বশুরবাড়িতে থাকাবস্থায় ফের ঝগড়া হলে কদর বানুর স্বামী তাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার পরের দিন ২০১৯ সালের ২ নভেম্বর স্বামীর বাড়ির ঘরের বাইরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কদর বানুর ভাই আকবর হোসেন বাদী হয়ে ওই দিন লামা থানায় হত্যা মামলা দায়েরের প্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় - আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কামাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। একইসাথে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রতিনিধি/ এমইউ

