বরিশালে চার দিনের টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ মৌসুমের রেকর্ড বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গুরুত্বপূর্ণ একাধিক সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় চলাচলে নগরবাসীর চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হয়নি। তবে চাকরিজীবীসহ শ্রমজীবীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এদিকে বুধবার (৯ জুলাই) বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বেশ কিছু বিদ্যালয়ে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় ৮২ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ৫ জুলাই ২৪ ঘণ্টায় ৫ মিলিমিটার, ৬ জুলাই ৩৩ মিলিমিটার, ৭ জুলাই ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণের কারণে বরিশাল অঞ্চলজুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করায় জনজীবন প্রায় বিপর্যস্ত। গুরুত্বপূর্ণ সড়ক বাদে অধিকাংশ সড়ক ফাঁকা। যানবাহন চলাচলও সীমিত। সরকারি বেসরকারি অফিসগুলোতে লোকসমাগম কম দেখা গেছে।
বিজ্ঞাপন
বৃষ্টির প্রভাবে নগরীর মেজর এম এ জলিল সড়কের বটতলা থেকে চৌমাথা পর্যন্ত পুরো সড়কটিতে হাঁটুপানিতে তলিয়ে গেছে। এছাড়া জীবনানন্দ দাশ সড়কের সরকারি বালিকা বিদ্যালয়ের এলাকা, অক্সফোর্ড মিশন এলাকা, মুন্সির গ্যারেজ এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
![]()
এছাড়াও বরিশাল নগরীর পলাশপুর, ভাটিখানা, রসুলপুর, মোহাম্মদপুর, কাউনিয়া ও আলেকান্দার কিছু অংশ, ধানগবেষণা রোড, বিএম স্কুল রোড, আমানতগঞ্জ, করিম কুটির, মুনসুর কোয়ার্টার, ব্রাউন কম্পাউন্ড, শ্রীনাথ চ্যাটার্জি লেন, রূপাতলী হাউজিংসহ নিচু সড়কে পানি উঠেছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে সময় কাটাচ্ছে এসব নিম্নাঞ্চলের বাসিন্দারা। তবে অতীতের মতো সদর রোড, আগরপুর রোড, প্যারারা রোডসহ জনগুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়নি। এছাড়া নিম্নাঞ্চলেও অতীতের তুলনায় কিছুটা কম জলাবদ্ধতা দেখা গেছে।
![]()
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, এখন বর্ষাকাল, আগামী ২৪ ঘণ্টায় বর্ষা থাকবে। চলতি মাসের ৯-১০ তারিখ বৃষ্টি কিছুটা কমলেও থেমে থেমে পুরো মাসজুড়ে বৃষ্টি থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাগরে প্রবল সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবে দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টি হচ্ছে।
_20250709_184633328.jpeg)
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে দীর্ঘমেয়াদি কর্মসূচির আওতায় কয়েক মাস ধরে খাল ও ড্রেন উদ্ধার অভিযান চলছে। নগরবাসীর সহযোগিতায় আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ চালাচ্ছি। খাল ও ড্রেন উদ্ধার সম্ভব হলে জলাবদ্ধতা আরও কমবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস
