রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

মুন্সিগঞ্জে নিজ বাড়ি থেকে-বের হওয়ার চার ঘণ্টার ব্যবধানে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পিতভাবে হত্যার পর নির্জন স্থানে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের স্বজনদের। যুবকের রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের সরকারি হরগঙ্গা কলেজের পাশের স্টেডিয়ামের আন্ডার গ্রাউন্ডের নিচে প্রথমে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর চার ঘণ্টার ব্যবধানে নিহত যুবকের মৃত্যুর খবর দেয়া হয় পরিবারের সদস্যদের। এ ঘটনায় জোরালো তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

নিহত ইয়াসিন হাওলাদার (১৮) শহরের মাঠপাড়া এলাকায় মা ও ছোট এক বোনসহ তিন সদস্যের পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। নিহত ব্যক্তি দিনমজুর বাবুল হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া নিহত যুবকের ভাড়া বাড়ির খুব কাছেই ঘটনাস্থল হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। 

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের স্বজনদের কাছে। এছাড়া নিহত যুবকের পরিবারের অভিযোগ অনুযায়ী নেওয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা। এদিকে নিহত ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর