রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

গাজীপুরের পূবাইল থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার সোনাপুর গ্রামের সামসুল আলমের ছেলে রউশন হাবিব ইয়াছিন ওরফে সাগর (২১), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কান্দিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সাইফুর রহমান রেজা (২৫), একই জেলার শিমরাইলকান্দি গ্রামের সালেক মিয়ার ছেলে ইফরান জাহান হিমেল (২৫) ও স্বল্পা নওগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন মান্না (৩০)।


বিজ্ঞাপন


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী পূবাইলের খিলগাঁও এলাকার আহাদ হোসেন নিলয় তার একটি RI5V4 লাল-সাদা রঙের মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল-৬২-২৭৭৪) বিক্রি করার উদ্দেশে তার ফেসবুক আইডি থেকে পোস্ট দেন। সেই প্রেক্ষিতে অভিযুক্ত  রউশন হাবিব ইয়াছিন ওরফে সাগর ফোন করে মোটরসাইকেলটি কেনার কথা বলেন। এক পর্যায়ে গত ২৮ জুন মিরের বাজারে এসে মোটরসাইকেলের দাম ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে। পরে  মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে  প্রতারণামূলকভাবে মোটরসাইকেলটি চুরি করে নিয়া যায়। এ ব্যাপারে আহাদ হোসেন নিলয় বাদী হয়ে পূবাইল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল অভিযুক্ত রউশন হাবিব ইয়াছিনকে নওগাঁ জেলার পত্নিতলার থানার সোনাপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুর রহমান রেজাও  ইফরান জাহান হিমেলকে ব্রাহ্মণবাড়ীয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একই জেলার অন্যদা মোড় কবরস্থানের সামনে থেকে অপর আসামি সারোয়ার হোসেন মান্নাকে গ্রেফতার করা হয়। পরে মান্নার দেখানো মতে স্থানীয় রাব্বির মালিকানাধীন বাউন্ডারি যুক্ত সীমানার ভেতর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির ঘটনার তারা জড়িত ছিল বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর