রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে ওসমান গনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানী ঢাকার মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত ওসমান গনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের খাহ্রা জামে মসজিদের ইমাম মুফতি সোলায়মান নূরীর ছেলে।

নিহতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশু ওসমান গনি নিজ ঘরের মেঝেতে বসে ভাত খাচ্ছিল। এ সময় ঘরের ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এরপর রাত ২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

পরিবারের বরাত দিয়ে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর