রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাইনিং সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

ডাইনিং সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের খাদ্য ও আবাসন সংকট নিরসনে ৫ দফা দাবি উত্থাপন করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো উত্থাপন করেন তারা।


বিজ্ঞাপন


গণতান্ত্রিক ছাত্রজোটের অভিযোগ, প্রশাসন হল ডাইনিং বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তার দায় এড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ গণরুম বা বাইরের মেসে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থী মেসের উচ্চমূল্যের অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হচ্ছে এবং আবাসনের অভাবে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া তারা আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষাবান্ধব প্রশাসনের প্রত্যাশা পূরণ হয়নি। বরং আগের সংকটগুলো এখনও বহাল রয়েছে।

thumbnail_1000103295

দাবি বাস্তবায়নে গণতান্ত্রিক ছাত্রজোট আগামী ৭ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও তারা ৫ দফা  দাবি উত্থাপন করেছে।

দাবিগুলো হলো-


বিজ্ঞাপন


নতুন হল নির্মাণ ও শতভাগ আবাসিকতা নিশ্চিত করা।

বৈধভাবে সিট বণ্টন চালু ও গণরুম ব্যবস্থা কার্যকর করা।

ডাইনিংয়ে ভর্তুকি দিয়ে মানসম্মত খাবার সরবরাহ।

ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সংস্কার।

মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু, প্রয়োজনীয় জনবল ও ওষুধ সরবরাহ।

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে রাকসু নির্বাচন আয়োজন ও বিভিন্ন হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার।

আরও পড়ুন

লাঠিচার্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আহত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শতভাগ আবাসনসহ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। কিন্তু এই বিপ্লবী প্রশাসন ভর্তুকি দিয়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পুষ্টিকর খাবার নিশ্চিত করার বদলে ডাইনিং বন্ধ করিয়ে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অস্বীকার করছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বেশ কিছু সংগঠন শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করলেও তাদের কাজে রাকসু নির্বাচনের জনসংযোগের প্রধান উদ্দেশ্যই ছিল কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সে প্রশ্ন উঠেছে। নিরাপদ খাদ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, উপরিউক্ত দাবিগুলো পূরণে জোটটি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর