আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী-২ (সদর) আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির রাজশাহীর মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ইসলামী ছাত্রশিবিরের মহানগরের সভাপতি ছিলেন। বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে এনেসথেসিয়ার চিকিৎসক হিসেবে সুখ্যাতির সাথে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন তিনি।
এর আগে, ইতোমধ্যে রাজশাহীর বাকি আরও ৫টি আসনে এমপি প্রার্থী ঘোষণা করে জামায়াত। প্রার্থীরা নিজ নিজ সংসদীয় এলাকায় জনমুখী বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।
প্রতিনিধি/ এজে

