কুষ্টিয়ার মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আখের মোড়ে এ ঘটনা ঘটে। এতে বিষধর গোখরা সাপের কামড়ে দুল্লু সাপুড়ের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম।
দুল্লু সাপুড়ের বাড়ি পার্শ্ববর্তী ছাতিয়ান ইউনিয়নের ইসলামপুর গ্রামে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াদহ আখেরমোড় এলাকার আখেরের বাড়িতে বিষধর গোখরা সাপের দেখা যায়। পরে বাড়ির লোকজন সাপ ধরার জন্য সাপুড়েকে খবর দেয়। পরে সাপুড়ে সাপ ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে সাপ ছোবল দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/টিবি

