প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে জেলার পাঁচ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা ৯ ও ১০ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলার বিভিন্ন অংশে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে জেলা শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা। কাঁচা ও আধাপাকা সড়ক পানিতে ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
বিজ্ঞাপন
নোয়াখালী সদর, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট এবং কোম্পানীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে ক্লাস ও চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।’
এদিকে স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত খাল ভরাট, বসতবাড়ি নির্মাণ এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বছরের এই সময়ে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়।
কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন রিপন বলেন, ‘টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না।’
বিজ্ঞাপন
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা মজিবুল হক রনি বলেন, ‘খাল-ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি নামছে না। এতে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, দিনমজুর ও শিক্ষার্থীরা কষ্টে রয়েছেন।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টিপাত হতে পারে, যা দুর্যোগ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সভায় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রতিনিধি/একেবি

