হবিগঞ্জে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মক্রমপুর ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ ও দক্ষিণ বানিয়াচং আঞ্চলিক সিএনজি, টমটম, মিশুক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
মোতাকাব্বির খান আসাদের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম। বক্তব্য দেন- সাবেক জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রনেতা সারোয়ার আলম, নাছির উদ্দিন আফরোজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খানাখন্দ আর ছোট বড় গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে হবিগঞ্জ-সুজাতপুর ভায়া আগুয়া আঞ্চলিক সড়কটি। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল দশায় পরিণত হলেও কর্তৃপক্ষ এটি সংস্কার করছে না। যে কারণে দক্ষিণ বানিয়াচংয়ের ৫টি ইউনিয়নসহ রাস্তাটি দিয়ে চলাচলকারী আশপাশের হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে কোনো গর্ভবতী অসুস্থ মাকে আনা নেওয়া কঠিন হয়ে পড়েছে। জনবহুল এই সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
বিজ্ঞাপন
হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে যদি সড়কটি সংস্কার করা না হয়, তা হলে সাধারণ মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
প্রতিনিধি/এসএস

