ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই হাবিব।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বলুহর এলাকার ডাকাততলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শফিকুল ইসলাম মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম তার চাচাতো ভাই হাবিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাততলা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান। আহত হাবিবকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

