রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটের জেলা প্রশাসকের অপসারণ, পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমরা ৬ দফা দাবি নিয়ে একটি কর্মবিরতি দিয়েছিলাম। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশনের সুপারিশ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপারিশে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। আজ বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠক শেষ হলে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো পরিবহন সিলেট ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) শাহরিয়ার আলম বলেন, চলমান এইচএসসি পরীক্ষা ও সিলেট পর্যটন নগরী হওয়াতে ধর্মঘটের কারণে প্রচুর পর্যটক আটকা পড়েছেন। পরিবহন শ্রমিক নেতারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে ধর্মঘট স্থগিত করেছেন।

৬ দফা দাবিগুলো হলো— সড়ক পরিবহন আইন ২-১৮ এর ৩৬ ধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যানের ক্ষেত্রে ১৫ ও সিএনজি-ইমা ও লেগুনার ক্ষেত্রে ১৫ বছর ইকোনোমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল, সিলেটের সব পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারি খুলে দেওয়া, বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারী প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার, সিলেটের সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুতের মিটার ফেরত ও ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর-বালুর ক্ষতিপূরণ, সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার এবং বালু-পাথরসহ পণ্যবাহী গাড়ি চালকদের হয়রানি না করা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর